ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) আজ উত্তরাখণ্ড, বিহার, তেলেঙ্গানা এবং উপকূলীয় অন্ধ্র প্রদেশে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। আকাশবাণীকে IMD-র বরিষ্ঠ বিজ্ঞানী ডঃ আর কে জেনামানি বলেছেন যে ওড়িশা, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ এবং উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তিশগড়, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক এবং বিদর্ভের বিচ্ছিন্ন স্থানে বজ্রপাত এবং ঝড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
হিমাচল প্রদেশে টানা বৃষ্টি চলেছে। বিলাসপুর , কাংড়া, মান্ডি, শিমলা ও শিরমৌর জেলায় আজ ও কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস সহ কমলা সর্তকতা জারি করা হয়েছে। হলুদ সর্তকতা জারি রয়েছে উনা, হামিরপুর , চাম্বা কুল্লু ও সোলানে। রাজ্যের ৩২৬ টি সড়ক এখনো বন্ধ। বিদ্যুৎ ব্যবস্থা কিছুটা স্বাভাবিক হয়েছে।
বর্ষা ও বর্ষনজনিত ঘটনায় রাজ্যে এখনো পর্যন্ত ২৪০ জনের মৃত্যু হয়েছে। আহত ৩২৪ এবং নিখোঁজ ৩৬ জন।