মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 13, 2025 8:34 PM

printer

ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) আজ উত্তরাখণ্ড, বিহার, তেলেঙ্গানা এবং উপকূলীয় অন্ধ্র প্রদেশে অতি ভারী বৃষ্টির লাল  সতর্কতা জারি করেছে

ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) আজ উত্তরাখণ্ড, বিহার, তেলেঙ্গানা এবং উপকূলীয় অন্ধ্র প্রদেশে অতি ভারী বৃষ্টির লাল  সতর্কতা জারি করেছে। আকাশবাণীকে IMD-র বরিষ্ঠ বিজ্ঞানী ডঃ আর কে জেনামানি বলেছেন যে ওড়িশা, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ এবং উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তিশগড়, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক এবং বিদর্ভের বিচ্ছিন্ন স্থানে বজ্রপাত এবং ঝড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

      হিমাচল প্রদেশে টানা বৃষ্টি চলেছে। বিলাসপুর , কাংড়া, মান্ডি, শিমলা ও শিরমৌর জেলায় আজ ও কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস সহ কমলা সর্তকতা জারি করা হয়েছে। হলুদ সর্তকতা জারি রয়েছে উনা, হামিরপুর , চাম্বা কুল্লু ও সোলানে। রাজ্যের ৩২৬ টি সড়ক এখনো বন্ধ। বিদ্যুৎ ব্যবস্থা কিছুটা স্বাভাবিক হয়েছে।

     বর্ষা ও বর্ষনজনিত ঘটনায় রাজ্যে এখনো পর্যন্ত ২৪০ জনের মৃত্যু হয়েছে। আহত ৩২৪ এবং নিখোঁজ ৩৬ জন।