ভারতীয় আবহাওয়া দপ্তর হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ,বিহার, সিকিম ,অরুণাচল প্রদেশ এবং গুজরাটে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ও আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে,প্রবল ঘূর্ণিঝড় মনথা শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে উত্তর ছত্রিশগড় এবং সংলগ্ন এলাকার ওপর অবস্থান করছে। এটি ধীরে ধীরে আরো দুর্বল হয়ে নিম্নচাপ এলাকা হিসেবে উত্তর উত্তর পশ্চিমে বিহারের দিকে অগ্রসর হবে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এ রাজ্যে প্রবেশ করায় উত্তরবঙ্গের কোচবিহার এবং কালিম্পং জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে
Site Admin | October 31, 2025 9:40 PM
ভারতীয় আবহাওয়া দপ্তর হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, বিহার, সিকিম ,অরুণাচল প্রদেশ এবং গুজরাটে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।