মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 13, 2024 9:30 AM

printer

) ভারতীয় আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করার পর উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চল এবং তরাই এলাকায় উচ্চ সর্তকতা জারি করা হয়েছে। বৃষ্টি জনিত দুর্ঘটনায় এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করার পর উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চল এবং তরাই এলাকায় উচ্চ সর্তকতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় প্রবল বর্ষণের পূর্বাভাস থাকায় রাজ্যের বিভিন্ন অঞ্চলে লাল এবং কমলা সতর্কতা জারি হয়েছে। জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, মথুরা,বুলন্দশহর এবং মোরাদাবাদ জেলায় বৃষ্টি জনিত দুর্ঘটনায় এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।বুন্দেলখন্ড এলাকায় গত ৪৮ ঘন্টা ধরে প্রবল বর্ষণের জেরে জালায়ুন জেলায়, যমুনার শাখা নদীতে গতকাল হড়পা বান দেখা দেয়। পিলভিট, কানপুর, জালায়ুন, এবং সাম্ভাল জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় সমস্ত স্কুল কলেজ আজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মধ্য ভারতে তৈরি হওয়া নিম্নচাপের জেরে এই অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে এবং এটি ক্রমশ উত্তর উত্তর পূর্ব দিকে সরে  দুর্বল হয়ে পড়বে বলেও  আবহাওয়া দপ্তর জানিয়েছে।

অন্যদিকে, প্রবল বর্শনের জেরে মধ্যপ্রদেশের বিভিন্ন জেলাতেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন নদী এবং বাঁধগুলিতে জল উপচে পড়ছে। বন্যা দুর্গত মানুষদের উদ্ধার এবং প্রাণ কাজের জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের নামানো হয়েছে। সেওনি এবং ঝাবুয়াতে ত্রাণ  শিবির গুলিতে বহু মানুষ আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব, সমস্ত আধিকারিক এবং কর্মীদের ছুটি নিতে বারণ করেছেন। সাধারণ মানুষকে সাহায্য করতে প্রশাসনের সব স্তরে নির্দেশ দেওয়া হয়েছে।