মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 18, 2025 7:51 PM

printer

ভারতীয় আবহাওয়া দপ্তর কেরালায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এবং আজ রাজ্যের তিন জেলা – ইদুক্কি, কোট্টায়াম এবং পাঠানমথিত্তার জন্য কমলা সতর্কতা জারি করেছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর কেরালায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এবং আজ রাজ্যের তিন জেলা – ইদুক্কি, কোট্টায়াম এবং পাঠানমথিত্তার জন্য কমলা সতর্কতা জারি করেছে। আরও ছয়টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মালাপ্পুরম, কোঝিকোড়, কান্নুর এবং কাসারগোদে আগামীকাল কমলা সতর্কতা অব্যাহত থাকবে বলেও আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে।  প্রতিকূল আবহাওয়ার কারণে, কেরালা, কর্ণাটক এবং লক্ষদ্বীপ উপকূলে চলতি মাসের ২২ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর।  

গতরাতে ইদুক্কিতে ভারী বৃষ্টিপাতের ফলে জেলার উঁচু এলাকা গুলিতে ব্যাপক ক্ষতি হয়েছে। কাটাপ্পানা পৌরসভার ভিটি পাডির কাছে ভূমিধসে রাস্তাঘাট এবং কৃষিজমি ভেসে গেছে। , যদিও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। নেদুমকান্দম কুটারে, একটি ট্রাভেলার সহ বেশ কয়েকটি গাড়ি ভেসে গেছে। বেশ কয়েকটি বাড়িতে এবং দোকানে জল ঢুকেছে।  জলস্তর বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত জল ছাড়ার জন্য কল্লার এবং মুল্লাপেরিয়ার বাঁধের শাটার খুলে দেওয়া হয়েছে। বন্যা বিধ্বস্ত এলাকাগুলির বাসিন্দাদের নিরাপদ জায়গায় স্থানান্তর করা হয়েছে। হতাহতের কোন খবর নেই।