January 1, 2026 11:50 AM

printer

ভারতীয় আবহাওয়া দপ্তর আজ হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব এবং বিহারের বেশ কিছু স্থানে শীতের পূর্বাভাস দিয়েছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর আজ হরিয়ানাদিল্লি, পাঞ্জাব এবং বিহারের বেশ কিছু স্থানে শীতের পূর্বাভাস দিয়েছে। হিমাচল প্রদেশের বেশ কিছু জায়গায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। পূর্ব উত্তরপ্রদেশহরিয়ানাওড়িশা, পাঞ্জাব এবং পশ্চিম রাজস্থানে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকার সভাবনা।  সম্ভাব্য।
এদিকে, জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে বাতাসের গুনমান অতি খারাপ পর্যায়ে রয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী,  আজ সকাল ৭টায় বাতাসের গড় গুনমান সূচক-AQI রেকর্ড করা হয়েছে ৩৭২।