December 18, 2025 1:16 PM

printer

ভারতবর্ষকে আরো নিবিড়ভাবে পর্যালোচনায় বিবিধের মাঝে একতার দর্শন, আগামীদিনে বিশ্বকে পথ দেখাবে বলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বরসঙ্ঘ চালক মোহন ভাগবত মত প্রকাশ করেছেন।

ভারতবর্ষকে আরো নিবিড়ভাবে পর্যালোচনায় বিবিধের মাঝে একতার দর্শন, আগামীদিনে বিশ্বকে পথ দেখাবে বলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বরসঙ্ঘ চালক মোহন ভাগবত মত প্রকাশ করেছেন। সঙ্ঘের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে সেবক রোডের শতাব্দী সদনে আয়োজিত এক যুব সম্মেলনে তিনি বলেন, সরকারের ওপর নির্ভর না করে সমাজকে শক্তিশালী করে তুলতে প্রত্যেক নাগরিকের এগিয়ে আসা উচিত। এজন্য পরিবেশ সংরক্ষণ, জাতিগত বৈষম্য দূর, নাগরিক কর্তব্য পালন, স্ববোধের জাগরণ ও পরিবার প্রবোধনের গুরুত্বের ওপরে জোর দেন তিনি।

কার্শিয়াং এবং জলপাইগুড়ি থেকে আমাদের জেলা প্রতিনিধিরা জানাচ্ছেন, উত্তরবঙ্গের পাশাপাশি প্রতিবেশী রাজ্য সিকিম থেকেও অংশগ্রহণকারীরা এই যুব সম্মেলনে যোগ দেন। উপস্থিত ছিলেন সংঘের পদাধিকারী এবং সংঘের কয়েকশ’ স্বয়ংসেবক ও সংগঠক।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।