May 24, 2025 8:47 AM

printer

ভারত,পাকিস্তানের উড়ানের জন্য জারী করা নোটিশ ফর এয়ার মিশন বা নোট্যামের মেয়াদ আগামী মাসের ২৩ তারিখ পর্যন্ত বাড়িয়েছে।

ভারত,পাকিস্তানের উড়ানের জন্য জারী করা নোটিশ ফর এয়ার মিশন বা নোট্যামের মেয়াদ আগামী মাসের ২৩ তারিখ পর্যন্ত বাড়িয়েছে। অসামরিক উড়ান মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, পাক সেনার বিমান সহ পাকিস্তানের নিবন্ধীকৃত বা পরিচালিত, সেদেশের মালিকানাধীন বা লিজপ্রাপ্ত এয়ারলাইনস সংস্থার কোনোরকম বিমান ভারতের আকাশপথ ব্যবহার করতে পারবে না। নতুন দিল্লীতে সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রী রামমোহন নাইডু এই নির্দেশিকার বিষয়ে সাংবাদিকদের জানান।