December 2, 2025 8:49 AM

printer

ভারতকে এই প্রথম আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচনী সহায়তা কেন্দ্র আই ডি ই এ-তে সভাপতিত্ব করার আমন্ত্রণ জানানো হয়েছে

ভারতকে এই প্রথম আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচনী সহায়তা কেন্দ্র আই ডি ই এ-তে সভাপতিত্ব করার আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগামীকাল সুইডেনের স্টকহোমে ইন্টারন্যাশনাল আই ডি ই এ-র সভাপতির দায়িত্বভার গ্রহণ করবেন। তার আগে মুখ্য নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, সমগ্র বিশ্ব জানে কিভাবে ভারতে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন হয়।  ভারতের সমস্ত নাগরিক ও নির্বাচন কর্মীদের জন্য একে এক গৌরবের মুহূর্ত বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ১৯৯৫ সালে গঠিত হয় এই আন্ত সরকারী সংগঠন আন্তর্জাতিক IDEA  বর্তমানে  ৩৭-টি দেশ এর সদস্য। মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান রয়েছে পর্যবেক্ষক হিসেবে। আন্তর্জাতিক IDEA –এর প্রতিষ্ঠাতা সদস্য ভারত নির্বাচনী গবেষণা, দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে চলেছে।