ভারতকে উদ্ভাবনের ক্ষেত্রে বিশ্বনেতা হিসেবে প্রশংসা করে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, ভারতের প্রস্তাবিত সমাধানসূত্র গুলির মাধ্যমে বিশ্বের সমগ্র দক্ষিনাঞ্চল ব্যাপী লক্ষ লক্ষ মানুষের উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিয়াটলে ভারতীয় কনস্যুলেট জেনারেল এবং গেটস ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে আয়োজিত এক অনুষ্ঠানের ভাষণে, গেটস ‘বিকশিত ভারত ২০৪৭’-এর উন্নয়ন যাত্রায় নিজের যোগদান অব্যাহত রাখার বিষয়ে আশা প্রকাশ করেন।
মহাত্মা গান্ধীর ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বিল গেটস ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে ওয়াশিংটন এবং সিয়াটল শহরের সরকারের বরিষ্ঠ আধিকারিকরা উপস্থিত ছিলেন। যেখানে ভারতের শিল্প, সংস্কৃতি এবং খাদ্যের প্রদর্শন করা হয়।