ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সংক্রান্ত মামলা পুনরায় শুনানির জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তালিকাভুক্ত করা হচ্ছে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে, তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নন্দীগ্রাম কেন্দ্রে বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন। এরপর, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থী পদত্যাগ করেন এবং উপনির্বাচনে জয়ী হন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। মামলাকারীদের বক্তব্য কোনো বিধানসভা কেন্দ্রের পরাজিত প্রার্থীকে জয়ী করতে, জনগণের টাকা খরচ করে অন্য একটি কেন্দ্রে উপনির্বাচন করানো কতটা সাংবিধানিক।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্য সচিব বিজ্ঞপ্তি জারী করে জানিয়েছিলেন, ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন না হলে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে। ওই সময় কলকাতা হাইকোর্ট এই বিষয়ে শুনানির নির্দেশ দেয়।
আজ, মামলাটি শুনানির জন্য উঠলে, বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাশ দের ডিভিশন বেঞ্চ জানান, পুজোর ছুটির পর মামলাটি তালিকাভুক্ত করে শুনানি হবে।