মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 18, 2025 10:07 PM

printer

ভক্তদের দর্শনের সুবিধার্থে কলকাতা মেট্রো রেল আগামী সোমবার কালীপুজোর দিন রাতে ব্লু লাইন সেকশনে আপ ও ডাউন অভিমুখে বর্ধিত বিশেষ পরিষেবা দেবে।

ভক্তদের দর্শনের সুবিধার্থে কলকাতা মেট্রো রেল আগামী সোমবার কালীপুজোর দিন রাতে ব্লু লাইন সেকশনে আপ ও ডাউন অভিমুখে বর্ধিত বিশেষ পরিষেবা দেবে। ওই দিন ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের শেষ পরিষেবা রাত ৯ টা ২৮ মিনিটের পরিবর্তে রাত দশটা ৫১মিনিটে এবং শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ পরিষেবা রাত ৯টা ৩৩ মিনিটের পরিবর্তে রাত ১১ টায় পাওয়া যাবে। তবে ওই দিন ব্লু লাইনে মোট ২৭২ টি পরিষেবার পরিবর্তে সব মিলিয়ে ৭২টি আপ ও ৭২টি ডাউন সহ মোট ১৪৪ টি পরিষেবা দেওয়া হবে।