মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 24, 2025 1:08 PM

printer

ব্রিটেন সফরররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে তাঁর বাসভবনে বৈঠক করবেন।

ব্রিটেন সফরররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে তাঁর বাসভবনে বৈঠক করবেন। দুদেশের কৌশলগত সম্পর্কের উন্নয়নে গতি আনতে তাদের কথা হবে। দুদিনের সফরে গতরাতে শ্রী মোদী ব্রিটেন পৌঁছন। প্রতিরক্ষা, বাণিজ্য এবং প্রযুক্তি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই তাঁর এই সফর। ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি-এফটিএ-র বাস্তবায়নে তাঁর এই সফর বিশেষ তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রী পীয়ূশ গোয়েল এবং ব্রিটেন বাণিজ্য মন্ত্রী জোনাথন রেনর্ল্ডস দুদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এফটিএ চুক্তি স্বাক্ষর করবেন। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস-এর সঙ্গে আজ সন্ধ্যায় সাক্ষাত্ করবেন শ্রী মোদী।  

দুই দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামীকাল মালদ্বীপ যাবেন। সেদেশের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জুর আমন্ত্রণে মালদ্বীপের স্বাধীনতার ষাটতম বার্ষিকী উদযাপনে উপস্থিত থাকবেন তিনি। সেদেশের একাধিক পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত প্রকল্পের উদ্বোধনেরও কর্মসূচী রয়েছে তাঁর।