ব্রিটেন ভিত্তিক প্রতিরক্ষা সরঞ্জামের লেনদেনে জড়িত সঞ্জয় ভান্ডারি্র সঙ্গে যুক্ত অর্থ তছরূপ মামলায় প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর জামাতা ব্যবসায়ী রবার্ট ভাঢরার বিরুদ্ধে ইডির পেশ করা তথ্য প্রমাণের ওপর দিল্লী আদালতে আজ শুনানি হতে পারে। গতমাসে ইডি, পি এম এল এ –র অধীনে দিল্লীর রৌস অ্যাভেনিউ আদালতে অভিযোগ দায়ের করে। গত জুলাই মাসে এ ব্যাপারে ভাঢরার বয়ান রেকর্ড করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে দেশের বাইরে অর্থ পাচার এবং ভান্ডারির অঘোষিত বিপুল সম্পত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০১৬ সালে ভান্ডারিকে দিল্লী আদালত, অর্থনৈতিক অপরাধী ঘোষনা করে।
Site Admin | December 6, 2025 12:02 PM
ব্রিটেন ভিত্তিক প্রতিরক্ষা সরঞ্জামের লেনদেনে জড়িত সঞ্জয় ভান্ডারি্র সঙ্গে যুক্ত অর্থ তছরূপ মামলায় প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর জামাতা ব্যবসায়ী রবার্ট ভাঢরার বিরুদ্ধে ইডির পেশ করা তথ্য প্রমাণের ওপর দিল্লী আদালতে আজ শুনানি হতে পারে।