ব্রিটেন, কানাডা, এবং অস্ট্রেলিয়া ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে প্যালেস্তাইনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এক ভিডিও বার্তায় জানিয়েছেন শান্তি প্রতিষ্ঠা এবং দ্বিরাষ্ট্র সমাধানের লক্ষ্যেই এই উদ্যোগ।
ব্রিটেনের আগে কানাডা জি সেভেন গোষ্ঠীর প্রথম দেশ হিসেবে প্যালেস্তাইনকে আনুষ্ঠানিক ভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। সেই দেশের প্রধানমন্ত্রী মার্ক কার্নি শান্তিপ্রতিষ্ঠার ওপর জোর দিয়ে বলেন প্যালেস্তাইন এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধে কানাডা সবরকম সহযোগিতার চেষ্টা করেছে।
অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস এবং বিদেশমন্ত্রী পেনি ওং এক যৌথ বিবৃতি জারি করে প্যালেস্তাইনকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানান।