January 16, 2026 1:39 PM

printer

ব্রিটেনের রক্ষনশীল দলের নেতা ও সাংসদ বব ব্ল্যাকমানবাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন

ব্রিটেনের রক্ষনশীল দলের নেতা ও সাংসদ বব ব্ল্যাকমানবাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সেদেশের সংখ্যালঘু হিন্দুদের হত্যা করে, বাড়িঘর ও মন্দিরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। House of commons এ,বক্তব্য রাখার সময় তিনি বলেন, ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন, কিন্তু সেদেশের গনতান্ত্রিক পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। ব্ল্যাকমান, ব্রিটেনের বিদেশসচিবকে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা ও সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।