মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 17, 2025 9:09 PM

printer

ব্রিটিশ বিজ্ঞানীদের একটি দল তিনজনের ইন ভিট্রো ফার্টিলাইজেশন IVF পদ্ধতিতে আটটি শিশুকে জেনেটিক মাইটোকন্ড্রিয়াল রোগ থেকে রক্ষা করে পৃথিবীর আলো দেখিয়েছেন।

ব্রিটিশ বিজ্ঞানীদের একটি দল তিনজনের ইন ভিট্রো ফার্টিলাইজেশন IVF পদ্ধতিতে আটটি শিশুকে জেনেটিক মাইটোকন্ড্রিয়াল রোগ থেকে রক্ষা করে পৃথিবীর আলো দেখিয়েছেন। চারটি মেয়ে এবং চারটি ছেলে, যার মধ্যে এক জোড়া অভিন্ন যমজ সন্তান রয়েছে, তিনজনের ডিএনএ ব্যবহার করে জন্মগ্রহণ করেছে। ব্রিটেনের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, মাইটোকন্ড্রিয়াল ডিএনএতে মিউটেশনের কারণে গুরুতর রোগ সংক্রমণের ঝুঁকিতে থাকা সাতজন মহিলার গর্ভে এই শিশুরা জন্মগ্রহণ করেছে। তারা জানিয়েছেন, জন্মের সময় সকল শিশুই সুস্থ এবং পরিপুষ্ট ছিল।  গবেষকরা জানিয়েছেন, এক্ষেত্রে মায়ের রোগ সৃষ্টিকারী মাইটোকন্ড্রিয়াল ডিএনএ মিউটেশন হয় সনাক্ত করা যায়নি অথবা এমন স্তরে উপস্থিত ছিল যা রোগ সৃষ্টি করার সম্ভাবনা খুব কম। 

 

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।