মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 9, 2025 8:37 AM

printer

ব্রাজিল সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাদার্ন ক্রস প্রদান করা হয়েছে।

ব্রাজিল সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাদার্ন ক্রস প্রদান করা হয়েছে। ব্রাসিলিয়ায় সেদেশের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা, শ্রী মোদীকে এই সম্মান প্রদান করেন।

এক প্রেস বার্তায় শ্রী মোদী বলেন, দুই নেতার মধ্যে আলোচনায় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ২ হাজার কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য স্থির হয়েছে বলে প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী মোদী বলেন, উভয় দেশের মধ্যে শক্তি ক্ষেত্রে সহযোগিতা ক্রমশ বাড়ছে। পরিবেশগত দিক থেকে স্থিতিশীলতা এবং স্বচ্ছ শক্তির ব্যবহারের প্রয়োজনীয়তা দুই দেশের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা, পারস্পরিক বিশ্বাসের অন্যতম প্রতীক হয়ে আছেম্বলে শ্রী মোদী উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের অস্থিরতা এবং উত্তেজনার পরিস্থিতিতে ভারত-ব্রাজিল সম্পর্ক, স্থিতাবস্থা এবং ভারসাম্যের স্তম্ভ হয়ে আছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপোসহীন নীতি এবং দ্বিমুখী অবস্থান গ্রহন না করাই দুই দেশের অন্যতম নীতি।

এর আগে শ্রী মোদিকে অ্যালভোরাডা প্যালেসে ব্রাজিলের রাষ্ট্রপতি সস্ত্রীক স্বাগত জানান।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন