ব্রাজিলে বিশ্ব বক্সিং কাপ ২০২৫-এ ভারতের অবিনাশ জামওয়াল পুরুষদের ৬৫ কেজি বিভাগের ফাইনালে উঠেছেন। গতরাতে ইতালির জিয়ানলুইজি মালাঙ্গাকে ৫-০-য় পরাজিত করেন তিনি। জামওয়াল আজ ফাইনালে ব্রাজিলের ইউরি রেইসের মুখোমুখি হবেন।
এদিকে, পুরুষদের ৭০ কেজি বিভাগের ফাইনালে ভারতের হিতেশ খেলবেন ইংল্যান্ডের ওদেল কামারার বিরুদ্ধে। বৃহস্পতিবার সেমিফাইনালে ফ্রান্সের মাকান ত্রাওরেকে ৫-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন হিতেশ।
এর আগে পুরুষদের ৫৫ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন ভারতীয় বক্সার মণীশ রাঠোর।