ব্রাজিলের ইগাউসুতে বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতা WTT Star Contender 2025-এ ভারতের অভিযান অব্যাহত রয়েছে। আজ রাতে মিক্সড ডাবলসের ফাইনালে অংশ নেবেন মানুষ শা ও দিয়া চিতালে। ভারতীয় সময় রাত ৯ টায় খেলা শুরু।বিশ্ব তালিকায় ১০ নম্বরে থাকা ভারতীয় জুটি,কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে চিলির প্রতিদ্বন্দ্বীদের পরাস্ত করেছিলেন। ফাইনালে তাঁদের মুখোমুখি হবেন জাপানের সাতোশি আয়দা ও হানিকা হাশিমোতে।
পুরুষদের মিক্সড ডাবলসে গতকাল ফাইনালে ভারতীয় জুটি মানব ঠাক্কর ও মানুষ শাহ দীর্ঘ লড়াইয়ের পর জার্মানির বেনেডিক্টা ডুডা ও ডাঙ্গ কিউ-র কাছে ২-৩ ফলে পরাস্ত হন।এই প্রথম দুটি ভারতীয় দল বিশ্বস্তরের প্রতিযোগিতার ফাইনালে উঠল।