ব্রাজিলের সুপ্রিম কোর্ট, প্রাক্তন রাষ্ট্রপতি জায়ের বলসেনোরো-কে বিচারের সম্মুখীন হওয়ার নির্দেশ দিয়েছে।
২০২২ সালে সাধারণ নির্বাচনে পরাস্ত হওয়ার পর তিনি অভ্যুত্থান ঘটিয়ে নির্বাচিত রাষ্ট্রপতি লুলা–দ্য-সিলভার সরকার ফেলে দেওয়ার চেষ্টা করেন। ২০২৩-এর ৮’ই জানুয়ারী বলসেনোরোর সমর্থকরা রাজধানী ব্রাসিলিয়ার সরকারি ভবনগুলির দখল নিতে উদ্যোগী হয়। যদিও শেষ পর্যন্ত তাঁরা সফল হয়নি।
সুপ্রিম কোর্ট বলেছে, এই ঘটনার পিছনে বলসেনোরোর ইন্ধন অত্যন্ত স্পষ্ট। দোষী সাব্যস্ত হলে তাঁর দীর্ঘমেয়াদী কারাবাসের সাজা হতে পারে।
যদিও প্রাক্তন রাষ্ট্রপতি সব অভিযোগ অস্বীকার করেছেন।