October 20, 2025 11:19 AM

printer

ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা ভারতের সঙ্গে কৌশলগত জোট গঠনের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন।

ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা ভারতের সঙ্গে কৌশলগত জোট গঠনের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। এর লক্ষ্য হল দুদেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি করা। উপ রাষ্ট্রপতি জেরাল্ডো এলকমিনের সদ্য ভারত সফরের পর লুলা, নতুন দিল্লির‌ সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে লুলা বলেন উপরাষ্ট্রপতির এলকমিনের সফর গুরুত্বপূর্ণ ‌কারণ তা আগামী বছরের শুরুতে তাঁর ভারত সফরেরই প্রস্তুতি। ভারত হল একটি ব্যতিক্রমী বাজার। তিনি বলেন, ব্রাজিল, ভারতের সঙ্গে কৌশলগত জোট ‌তৈরি করবে, যা দুই দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।