July 10, 2025 1:10 PM

printer

ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভা দেশের ওপর যেকোনোরকম বিদেশী নিয়ন্ত্রণের বিষয়টি, স্পষ্টভাবে খারিজ করে দিয়েছেন।

ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভা দেশের ওপর যেকোনোরকম বিদেশী নিয়ন্ত্রণের বিষয়টিস্পষ্টভাবে খারিজ করে দিয়েছেন। সেদেশে উত্পাদিত পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ নিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরই এই বার্তা দেওয়া হল। আমেরিকার সাম্প্রতিক শুল্ক হার প্রকাশ্যে এনে মার্কিন যুক্তরাষ্ট্রের কারিগরি কোম্পানীগুলির ওপর ব্রাজিলের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ তোলেন ট্রাম্প। ব্রাজিলের সার্বভৌমত্বের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট লুলা দা সিলভা জানিয়েছেন, তারা কোনোরকম বহির্দেশীয় কর্তৃত্বকে মানবেন না।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।