ব্রাজিলের বেলেম শহরে বিভিন্ন দেশের নেতৃবৃন্দ রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলনে একটি চুক্তিতে সহমত হয়েছেন যা এই সংকট মোকাবেলার লক্ষ্যে কাজ করবে। তবে জলবায়ু পরিবর্তনের জন্য জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধ করার কোনও উল্লেখ চুক্তিতে নেই। জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে গভীর মতবিরোধের মধ্যেই চুক্তিটি অনুমোদিত হয়েছে।
চুক্তিতে জলবায়ু-সম্পর্কিত বাণিজ্য বাধা পর্যালোচনা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং উন্নত দেশগুলিকে চরম আবহাওয়ার ঘটনা মোকাবেলায় সহায়তা করার জন্য উন্নয়নশীল দেশগুলিকে দেওয়া অর্থ “অন্তত তিনগুণ” করার আহ্বান জানানো হয়েছে। প্যারিস চুক্তির অধীনে আন্তর্জাতিকভাবে সম্মত লক্ষ্যমাত্রা – বিশ্ব উষ্ণায়নের জন্য 1.5 ডিগ্রি সেলসিয়াস সীমার মধ্যে রাখার লক্ষ্যে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।