ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি জাইর বোলসোনারকে সেদেশের আদালত ২৭ বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছে। সামরিক অভ্যুত্থানের পরিকল্পনার পাশাপাশি দেশের গণতন্ত্রকে বিনষ্ট করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেদেশের সর্ব্বোচ্চ আদালত রায় দিয়ে জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি নির্বাচনে হেরে যাওয়ার পরেও জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করে গেছেন। উল্লেখ্য, তিনি ২০১৮ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন, পরাজিত হয়েছিলেন ২০২২য়ের নির্বাচনে। সাজা ঘোষণা করে আদালত জানিয়েছে, ব্রাজিলের গণতন্ত্র ধ্বংস করতে তিনি সহিংস আচরণ করেছিলেন।
Site Admin | September 12, 2025 9:05 AM
ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি জাইর বোলসোনারকে সেদেশের আদালত ২৭ বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছে
