মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 13, 2025 9:45 PM

printer

ব্যাডমিন্টনে, হংকং ওপেন সুপার ৫০০-এ টুর্নামেন্টে ভারতের লক্ষ্য সেন পুরুষদের সিঙ্গেলসের ফাইনালে উঠেছেন।

ব্যাডমিন্টনে, হংকং ওপেন সুপার ৫০০-এ টুর্নামেন্টে ভারতের লক্ষ্য সেন পুরুষদের সিঙ্গেলসের ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে তিনি তাইওয়ানের চৌ তিয়েন চেনকে ২৩-২১, ২২-২০তে পরাজিত করেন। ফাইনালে তিনি চীনের লি শিফেংয়ের মুখোমুখি হবেন।  

এদিকে, পুরুষদের ডাবলসে,  সাত্ত্বিকসাইরাজ র‍্যাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি, ফাইনালে উঠেছেন। ভারতীয় এই জুটি চীনা তাইপের বিং-ওয়েই লিন এবং চেন চেং কুয়ানকে ২১-১৭, ২১-১৫ গেমে হারিয়ে দেন। সাত্ত্বিক এবং চিরাগ আগামীকাল ফাইনালে চীনের লিয়াং ওয়েই কেং ও ওয়াং চ্যাংয়ের বিরুদ্ধে খেলবেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।