মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 13, 2025 4:50 PM

printer

ব্যাডমিন্টনে, হংকং ওপেন সুপার ৫০০-এ পুরুষদের ডাবলস জুটি,  সাত্ত্বিক সাইরাজ র‍্যাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি, ফাইনালে উঠেছেন

ব্যাডমিন্টনে, হংকং ওপেন সুপার ৫০০-এ পুরুষদের ডাবলস জুটি,  সাত্ত্বিক সাইরাজ র‍্যাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি, ফাইনালে উঠেছেন। অষ্টম বাছাই ভারতীয় জুটি চীনা তাইপের অবাছাই জুটি বিং-ওয়েই লিন এবং চেন চেং কুয়ানকে ২১-১৭, ২১-১৫ গেমে পরাজিত করে।   সাত্ত্বিক এবং চিরাগ এখন বিশ্বের ৩ নম্বর জুটি চীনের লিয়াং ওয়েই কেং ও ওয়াং চ্যাংয়ের মুখোমুখি হবে। পুরুষদের একক বিভাগে, লক্ষ্য সেন আজ সন্ধ্যায় সেমিফাইনালে চীনা তাইপের চৌ তিয়েন-চেনের মুখোমুখি হবেন।