January 6, 2026 11:50 AM

printer

ব্যাডমিন্টনে মালয়শিয়া ওপেনে আজ অংশ নেবেন দুবারের অলিম্পিক বিজয়ী পি ভি সিন্ধু

দুবারের অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু আজ কুয়ালালামপুরের এক্সিআটা স্টেডিয়ামে মালয়েশিয়া ওপেন ২০২৬ ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নেবেন। ২০২৫ সালে চোট পাওয়ার পর মরসুমের প্রথম তথা বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের  এই শীর্ষস্তরের সুপার ১০০০ টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে পি ভি সিন্ধু আবার নতুনভাবে তার যাত্রা শুরু করছেন। কুয়ালালামপুরে মহিলাদের সিঙ্গেলসে ভারতের হয়ে মালমিকা বানসোদ এবং উন্নতি হুদাও অংশ নেবেন। পুরুষদের সিঙ্গেলসে ২০১৪ সালের প্যারিস অলিম্পিক সেমিফাইনালিস্ট লক্ষ্য সেন এবং আয়ুশ শেট্টি  অংশ নেবেন। পুরুষদের ডবলসে বিশ্বচ্যাম্পিয়নশিপে দুবারের ব্রোঞ্জ পদকজয়ী চিরাগ শেট্টি এবং সাত্ত্বিক সাইরাজ রেনকি রেড্ডি অংশ নেবেন। মহিলাদের ডাবলসে তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ অংশ নেবেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।