চিনের চাংঝোতে চায়না ব্যাডমিন্টন ওপেনে ভারতের পুরুষ ডাবলস জুটি সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি গতকাল সরাসরি গেমে জিতে চায়না ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন। বিশ্বের – ৩ নম্বর জুটি কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার ওং ইয়ু সিন ও তেও ইয়ি-কে ২১-১৮, ২১-১৪ স্কোরে পরাজিত করেন । সাত্বিক-চিরাগ জুটি আজ সকালে বিশ্বের ২ নম্বর জুটি মালয়েশিয়ার অ্যারন চিয়া ও সোহ উই ইয়িকের মুখোমুখি হবে। তারা এই বছরে চতুর্থবার কোন ব্যাডমিন্টন ওপেনের সেমিফাইনাল পৌঁছলেন ।
Site Admin | July 26, 2025 11:57 AM
ব্যাডমিন্টনে ভারতের পুরুষ ডাবলস জুটি চায়না ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন
