ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে ভারতের সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি জুটি প্যারিসে বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছেন। কোয়ার্টার ফাইনালে বিশ্বের ৯ নম্বর তারকা ২১-১২, ২১-১৯ ব্যবধানে মালয়েশিয়ার অ্যারন চিয়া ও সোহ উয়ি ইয়িককে পরাজিত করেন। এর আগে টোকিওতে ২০২২ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন সাত্ত্বিক ও চিরাগ। ভারতীয় জুটি আজ সেমিফাইনালে বিশ্বের ১১ নম্বর লি ইয়ু এবং চীনের বো ইয়াং চেনের মুখোমুখি হবে। এদিকে, পিভি সিন্ধুর ষষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল। তিনি গতকাল ইন্দোনেশিয়ার পুত্রী কুসুমা ওয়ার্দানির কাছে ১৪-২১, ২১-১৩, ১৬-২১ ব্যবধানে পরাজিত হন।
Site Admin | August 30, 2025 7:53 PM
ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে ভারতের সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি জুটি প্যারিসে বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছেন।
