December 20, 2025 12:06 PM

printer

ব্যাডমিন্টনে, পুরুষদের ডাবলসে ভারত, আজ চীনের মুখোমুখি হবে

ব্যাডমিন্টনে, পুরুষদের ভারতীয় ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি আজ চীনের হাংঝুতে BWF ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের সেমিফাইনালে চীনের লিয়াং ওয়েই কেং এবং ওয়াং চ্যাংয়ের মুখোমুখি হবে। সাত্ত্বিক এবং চিরাগ গতকাল প্রথম ভারতীয় পুরুষদের ডাবলস জুটি হিসেবে গ্রুপ B-তে শীর্ষে থেকে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছন। ভারতীয় জুটি তাদের শেষ গ্রুপ ম্যাচে বিশ্বের দ্বিতীয় নম্বর মালয়েশিয়ার অ্যারন চিয়া এবং সোহ উই ইক জুটিকে ১৭-২১, ২১-১৮, ২১-১৫ গেমে হারিয়ে শেষ চার নিশ্চিত করেন।