মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 18, 2025 8:42 AM

printer

ব্যাডমিন্টনে, ডেনমার্ক ওপেনে ভারতের পুরুষদের ডাবলস জুটি সাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি সেমিফাইনালে উঠেছেন।

ব্যাডমিন্টনে, ডেনমার্ক ওপেনে ভারতের পুরুষদের ডাবলস জুটি সাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি সেমিফাইনালে উঠেছেন। চলতি বছরের শুরুতে BWF বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় জুটি গত রাতে কোয়ার্টার ফাইনালে অবাছাই ইন্দোনেশিয়ার জুটি মহাম্মদ রিয়ান আরদিয়ান্তো এবং রহমত হিদায়াতকে ২১-১৫, ১৮-২১, ২১-১৬ গেমে হারিয়ে দিয়েছেন। আজ সেমিফাইনালে এই জুটি জাপানের তাকুরো হোকি এবং ইউগো কোবায়াশির মুখোমুখি হবে।

এদিকে, কোয়ার্টার ফাইনালে পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন সপ্তম বাছাই ফ্রান্সের অ্যালেক্স ল্যানিয়ারের কাছে ৯-২১, ১৪-২১ গেমে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।