January 22, 2026 9:29 AM

printer

ব্যাডমিন্টনে, ইন্দোনেশিয়া মাস্টার্সের শেষ ষোলোতে পুরুষদের সিঙ্গলসে ভারতের লক্ষ্য সেন আজ হংকংয়ের জেসন গুনাওয়ানের মুখোমুখি হবেন।

ব্যাডমিন্টনে, ইন্দোনেশিয়া মাস্টার্সের শেষ ষোলোতে পুরুষদের সিঙ্গলসে ভারতের লক্ষ্য সেন আজ হংকংয়ের জেসন গুনাওয়ানের মুখোমুখি হবেন। অন্যদিকে কিদাম্বি শ্রীকান্ত মুখোমুখি হবেন চাইনিজ তাইপেইয়ের চৌ তিয়েন-চেনের। মহিলাদের সিঙ্গলসে দুইবারের অলিম্পিক পদকজয়ী পি.ভি. সিন্ধু ডেনমার্কের লাইন কেজারফেল্ডের বিরুদ্ধে খেলবেন। পুরুষদের ডাবলসে, ভারতীয় জুটি অর্জুন রামচন্দ্রন এবং হরিহরণ আমসাকারুনান মুখোমুখি হবেন মালয়েশিয়ান জুটির।