ব্যাঙ্কিং ক্ষেত্রে পরিচালনা ব্যাবস্থায় সংস্কারের পাশাপাশি আমানতকারী ও বিনিয়োগকারীদের জন্য বর্ধিত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে, ব্যাঙ্কিং নিয়মাবলী (সংশোধন) আইন, ২০২৫ আজ থেকে কার্যকর হবে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, চলতি বছর ১৫-ই এপ্রিলের এক বিজ্ঞপ্তিতে প্রকাশিত এই আইনটি সরকারি ব্যাংকগুলির নিরীক্ষার মান উন্নত করা সহ সমবায় ব্যাংকগুলিতে পরিচালকদের মেয়াদ বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করে।
এই আইনটিতে, সর্বোচ্চ সুদের সীমা সংশোধনের সংস্থান রয়েছে। এই সীমা ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২ কোটি টাকা করা হচ্ছে।