ব্যাঘ্র-বিড়াল শ্রেণীর বিভিন্ন প্রজাতির প্রাণীর নিরাপত্তা ও সুরক্ষিত ভবিষ্যতের স্বার্থে ভারত তার আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে একযোগে কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি কথা জানান। প্রাকৃতিক বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় বাঘ, সিংহ, চিতা, স্নো লেপার্ডের মতো প্রাণীগুলির সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে শ্রী যাদব জানান। বন্য প্রাণীদের সংরক্ষণ ভারতীয় সংস্কৃতির শিকড়ে রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। প্রকৃতিক ভারসাম্য বজায় রেখে অর্থনৈতিক উন্নয়নের উপর জোর দিয়েছেন কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী।
Site Admin | December 9, 2025 7:11 AM
ব্যাঘ্র-বিড়াল শ্রেণীর বিভিন্ন প্রজাতির প্রাণীর নিরাপত্তা ও সুরক্ষিত ভবিষ্যতের স্বার্থে ভারত তার আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে একযোগে কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী।