ব্যাংককের পাথুমওয়ানে আজ শুরু হবে থাইল্যান্ড ওপেন সুপার ৫০০ ব্যাডমিন্টন টুর্নামেন্ট। বাছাইপর্বের ম্যাচে ফিনল্যান্ডের জোয়াকিম ওল্ডরফের মুখোমুখি হবেন তরুণ ভারতীয় শাটলার আয়ুশ শেঠি এবং ইন্দোনেশিয়ার আলভি ফারহানের মুখোমুখি হবেন তরুণ ভারতীয় শাটলার প্রিয়াংশু রাজাওয়াত। অন্যদিকে মহিলাদের একক বাছাইপর্বে থাইল্যান্ডের থামনওয়ান নিথিত্তিকরাইয়ের মুখোমুখি হবেন উন্নতি হুদা এবং তুরস্কের নেসলিহান ইগিটের মুখোমুখি হবেন মালবিকা বানসোদ। টুর্নামেন্টের মূল ড্রতে আয়ারল্যান্ডের নাত নগুয়েনের বিরুদ্ধে তার অভিযান শুরু করবেন লক্ষ্য সেন।
Site Admin | May 13, 2025 6:51 AM | @airnews_kolkata | @AkashvaniSangbadKolkata
ব্যাংককের পাথুমওয়ানে আজ শুরু হবে থাইল্যান্ড ওপেন সুপার ৫০০ ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
