কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী ও ব্যবসায়ী রবার্ট ভাডরাকে আজ নতুন দিল্লীতে এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট-ইডি জিজ্ঞাসাবাদ করছে। গুরুগ্রাম জমি সংক্রান্ত মামলার প্রেক্ষিতে ইডি গত ৮ই এপ্রিল তাদের দপ্তরে আসার জন্য সমন জারি করে। তাঁর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।
এদিকে, শ্রী ভাডরা জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে অভিযোগের জবাব দেওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহে বিলম্ব হওয়ায় তিনি এর আগে ইডি অফিসে হাজিরা দিতে পারেন নি।