December 24, 2025 9:16 PM

printer

বোলপুরে পৌষ মেলা উপলক্ষ্যে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেলের হাওড়া ডিভিশন আগামীকাল থেকে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটি স্পেশাল এক্সপ্রেস ট্রেন চালাবে।

বোলপুরে পৌষ মেলা উপলক্ষ্যে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেলের হাওড়া ডিভিশন আগামীকাল থেকে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটি স্পেশাল এক্সপ্রেস ট্রেন চালাবে। 03001 হাওড়া – বোলপুর স্পেশাল ( ভায়া ব্যান্ডেল) সকাল সাতটা ১৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে সকাল ৯ টা ৫৫ মিনিটে বোলপুরে পৌঁছাবে। 03002 বোলপুর – হাওড়া স্পেশাল ( ভায়া ব্যান্ডেল )সকাল ১১ টা ৫০ মিনিটে বোলপুর ছেড়ে দুপুর দুটো ৪৫ মিনিটে হাওড়া পৌঁছাবে। যাতায়াতের পথে ট্রেনটি উভয় দিকে ব্যান্ডেল , বর্ধমান, গুস্কারা(Guskara) স্টেশনে থামবে বলে রেল সূত্রের খবর।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।