বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার নীতি শুধুমাত্র একক আইন হিসাবে নয়, প্রযুক্ত ও বৈধ বিষয়বস্তুকে অনুসরণ করে কার্যকর হওয়া উচিত। সুইত্জারল্যান্ডের দাভোসে গতকাল বিশ্ব অর্থনৈতিক মঞ্চের ভাষণে মন্ত্রী, ডিপফেক পক্ষপাতমূক কনটেন্ট রুখতে ব্যাপক প্রযুক্তিগত রূপান্তরের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বিশ্বের এক তৃতীয়াংশ মূল্যে সরকারি ভাতা যুক্ত গ্রাফিক প্রসেসিং ইউনিট চালু হওয়ায় দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা অন্য রূপ পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এদিকে, শ্রী বৈষ্ণো আজ আইবিএম-এর মুখ্য কার্য নির্বাহী আধিকারিক অরবিন্দ কৃষ্ণা এবং মেটার মুখ্য আন্তর্জাতিক বিষয়ক আধিকারিক জোয়েল কাপলানের সঙ্গে সাক্ষাত্ করেন। শ্রী বৈষ্ণো জানান, দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা পরিকাঠামোয় সাত কোটি মার্কিন ডলারের বিনিয়োগ সুনিশ্চিত হয়েছে। পরবর্তী ১২ মাসে আরও পাঁচ কোটি ডলার বিনিয়োগ আসবে বলে শ্রা প্রকাশ করেন তিনি।