বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক, বৈদ্যুতিন উপাদান নির্মাণ প্রকল্প ECMS এর অধীনে প্রথম দফায় ৭ টি আবেদন মঞ্জুর করেছে। এই আবেদনের মাধ্যমে ৫ হাজার ৫শো ৩২ কোটি টাকার বিনিয়োগ হবে। উৎপাদিত পন্যের মূল্য দাঁড়াবে ৪৪ হাজার ৪শো ৬ কোটি টাকা। এর ফলে ৫ হাজারের বেশী প্রত্যক্ষ কর্মসংস্থান হবে। অনুষ্ঠান শেষে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো সাংবাদিকদের বলেন, বৈদ্যুতিন সরঞ্জাম উৎপাদনের ৭ টি প্লান্টকে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্লান্টগুলি দেশের চাহিদা পূরণ করবে বলে মন্ত্রী জানান।
উল্লেখ্য, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং মধ্যপ্রদেশে এই প্লান্টগুলি খোলা হবে।