বৈচিত্র্যময় ডাকটিকিটের সমাহার সাধারণ মানুষের সামনে তুলে ধরতে ভারতীয় ডাক বিভাগ পশ্চিমবঙ্গ সার্কেল আগামী ১৪ থেকে ১৭ই নভেম্বর কলকাতায় এক প্রদর্শনীর আয়োজন করতে চলেছে। কলকাতার যোগাযোগ ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে এ কথা জানানো হয়।
কলকাতার সায়েন্স সিটিতে রাজ্যস্তরীয় এই দশম ডাকটিকিট প্রদর্শনী “বঙ্গোপেক্স ২০২৫” এর উদ্বোধন করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রায় ৪০০টি ডাকটিকিট প্রদর্শনের পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য আরও নানা রকম প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে পোস্ট মাস্টার জেনারেল সুপ্রিয় ঘোষ জানিয়েছেন।