December 30, 2025 6:16 PM

printer

বেসরকারি বহুতল আবাসনে ভোটকেন্দ্র তৈরি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক শুরু হয়েছে ।

বেসরকারি বহুতল আবাসনে ভোটকেন্দ্র তৈরি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক শুরু হয়েছে ।রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ওই বৈঠকে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এস বি যোশী, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। পাশাপাশি রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকরাও এই বৈঠকে অংশ নেন। বৈঠকে রাজ্যের আটটি জেলার জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বহুতল আবাসনের ভিতরে ভোটকেন্দ্র তৈরির ক্ষেত্রে বাস্তব সমস্যা, প্রশাসনিক প্রস্তুতি এবং আইনি দিকগুলি নিয়ে বিস্তারিত আলোচনা চলেছে বলে জানা গেছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে কীভাবে এই ধরনের আবাসনে ভোটারদের সুবিধা নিশ্চিত করা যায়, তা নিয়েই মূলত মতবিনিময় করা হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।