বেলজিয়ামের একটি আদালত, পলাতক হীরা ব্যবসায়ী মেহুল চোকসিকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক – পি এন বি’র ১৩ হাজার কোটি টাকার জালিয়াতির মামলায় মেহুল চোকসিকে “ওয়ান্টেড” ঘোষণা করা হয়েছিল। অ্যান্টওয়ার্পের একটি আদালত গতকাল রায় দিয়েছে, ভারতের অনুরোধের ভিত্তিতে বেলজিয়াম পুলিশ, চোকসিকে গ্রেপ্তার করতে পারে।এর ফলে এই হিরে ব্যাবসায়িকে ভারতে ফিরিয়ে এনে ন্যায় বিচার এর পথ প্রশস্ত হল।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে চোকসি আগামী ১৫ দিনের মধ্যে বেলজিয়ামের শীর্ষ আদালতে আবেদন করতে পারবেন। আবেদন জমা বা গৃহীত না হলে তাঁকে ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে।
আদালতে শুনানির সময় বেলজিয়ামের আইনজীবীরা ভারতের প্রত্যর্পণের দাবি সমর্থন করেন। অন্যদিকে চোকসির পক্ষের আইনজীবীরা তার বিরোধিতা করেন। আদালত জানিয়েছে, চোকসির বিরুদ্ধে প্রতারণা, ফৌজদারি ষড়যন্ত্র , ও দুর্নীতি সহ সব অপরাধই বৈধ , এমন কি বেলজিয়ামের আইনে ও ।
উল্লেখ্য, কেন্দ্রীয় তদন্ত ব্যুরো – সি বি আই, এর আগে মেহুল চোকসিকে প্রত্যর্পণের অনুরোধ জানালে গত ১১ এপ্রিল অ্যান্টওয়ার্প পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তারপর থেকে তিনি সে-দেশের পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁর পালিয়ে যাওয়ার আশঙ্কায় একাধিক জামিন আবেদন খারিজ করা হয়েছে।