January 1, 2026 12:06 PM

printer

বেঙ্গালুরুর গুঞ্জুরের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে গতকাল ৪৪তম জুনিয়র জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে।

বেঙ্গালুরুর গুঞ্জুরের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে গতকাল ৪৪তম জুনিয়র জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় ১,০০০ জন খেলোয়াড়  পুরুষ  এবং মহিলাদের বিভাগে অংশগ্রহণ করছেন। উদ্বোধনী দিনে প্রায় ৪০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। টুর্নামেন্টটি লীগ-কাম-নকআউট ফর্ম্যাটে খেলা হয়ে থাকে। আগামী   ৩ জানুয়ারী এই চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল এবং ৪ ই জানুয়ারী ফাইনাল অনুষ্ঠিত হবে।

প্রাক্তন মন্ত্রী এইচ. নাগেশ এই চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন। এছাড়াও খো খো ফেডারেশন অফ ইন্ডিয়া এবং কর্ণাটক রাজ্য খো খো অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কে কে এফ আই সভাপতি সুধাংশু মিত্তল বলেন, এই চ্যাম্পিয়নশিপ তরুণ খেলোয়াড়দের শেখার এবং বেড়ে ওঠার জন্য একটি জাতীয় প্ল্যাটফর্মের ভূমিকা পালন  করে। অন্যদিকে কে এস কে কে এ সভাপতি লোকেশ্বরা উদীয়মান প্রতিভাদের জন্য উন্নত প্রশিক্ষণ এবং সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন।

এদিকে, ৫৮তম সিনিয়র জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ ১১ থেকে ১৫ জানুয়ারী তেলঙ্গানার কাজিপেটে এবং ৩৫তম সাব-জুনিয়র ন্যাশনালস ৩১ জানুয়ারী থেকে ৪ ফেব্রুয়ারি হরিয়ানার কুরুক্ষেত্রে অনুষ্ঠিত হবে।