বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গতকাল IPL ক্রিকেটের ম্যাচে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১১ রানে রাজস্থান রয়ালসকে হারিয়ে দিয়েছে। টসে জিতে রাজস্থান রয়্যালস, RCB-কে ব্যাট করতে পাঠায়।
বেঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে করেছিল ২০৫ রান।
বিরাট কোহলি ৭০, দেবদত্ত পাডিক্বল ৫০ রান করেন।
জবাবে রাজস্থান ৯ উইকেটে ১৯৪ রান তোলে।
যশস্বী জয়শোয়াল ৪৯ রান করেছেন। বেঙ্গালুরুর জোশ হ্যাজেলউড চারটি উইকেট নেন। তিনি ম্যাচের সেরা হয়েছেন। বেঙ্গালুরু ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আজ IPL – এর ম্যাচে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।
Site Admin | April 25, 2025 9:08 AM
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গতকাল IPL ক্রিকেটের ম্যাচে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১১ রানে রাজস্থান রয়ালসকে হারিয়ে দিয়েছে।
