বৃটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ঘোষণা করেছেন যে, ইসরায়েল গাজায় দুর্ভিক্ষ দূর করার জন্য পদক্ষেপ না নিলে এবং হামাসের সঙ্গে প্রায় দুই বছরের যুদ্ধ বন্ধ না করলে বৃটেন প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।
গাজা সংঘাতের প্রসঙ্গে মন্ত্রিসভার এক বৈঠকে স্টারমার মন্ত্রীদের বলেন ইসরায়েল যদি কিছু শর্ত পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে তাঁরা রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকের আগে প্যালেস্টাইন রাষ্ট্রকে সমর্থন করবে। এর মধ্যে রয়েছে গাজায় বর্তমান সামরিক অভিযান বন্ধ করা, পশ্চিম তীরে সংযুক্তির পরিকল্পনা কার্যকর না করা এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে একটি শান্তি প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়া।
প্রায় ১৪০টি দেশ আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এবং গত সপ্তাহে ফ্রান্সও রাষ্ট্রসংঘের সভায় য়েই স্বীকৃতিদানের প্রতিশ্রুতি দিয়েছে।