বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামীকাল মেট্রো রেলের ব্লু লাইনে ২৬২ টি–র পরিবর্তে ১১৮টি আপ, ১১৮ টি ডাউন সহ মোট ২৩৬ টি ট্রেন চলবে। তবে প্রথম ও শেষ ট্রেন চলাচল এবং রাত ১০ টা ৪০ মিনিটের বিশেষ পরিষেবা অপরিবর্তিত থাকবে। অন্যদিকে, গ্রীন লাইন –ওয়ান, গ্রিন লাইন টু, পার্পেল লাইন, অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে বলে মেট্রো রেল সূত্রের খবর।
Site Admin | May 11, 2025 9:17 AM
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামীকাল মেট্রো রেলের ব্লু লাইনে ২৬২ টি-র পরিবর্তে ১১৮টি আপ, ১১৮ টি ডাউন সহ মোট ২৩৬ টি ট্রেন চলবে।