বীর গাথা ৫.০ প্রকল্পে এবার শিক্ষার্থীদের নজির বিহীন অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। প্রায় এক লক্ষ ৯০ হাজার বিদ্যালয়ের এক কোটি ৯২ লক্ষ শিক্ষার্থী এতে অংশ নিয়েছে। বীর গাথা প্রতিরক্ষা মন্ত্রক ও শিক্ষা মন্ত্রকের একটি যৌথ উদ্যোগ। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই প্রথমবার ১৮টি দেশের ৯১টি সিবিএসই বিদ্যালয় থেকে ২৮ হাজারেরও বেশি শিক্ষার্থী এতে অংশ নিয়েছে। জাতীয় স্তরে মোট ১০০ জন বিজয়ী নির্বাচিত হয়েছে, তারা প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হিসেবে কর্তব্য পথে অনুষ্ঠিত প্যারেড দেখতে পারবে।
গত বছরের ৮ই সেপ্টেম্বর বীর গাথা ৫.০ এর সূচনা হয়। এবার শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে প্রথমবারের মতো ভিডিওগ্রাফি, অ্যাঙ্করিং, রিপোর্টিং ও গল্প বলার মতো স্বল্পদৈর্ঘ্যের ভিডিও ফরম্যাট অন্তর্ভুক্ত করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের ‘সামরিক পরম্পরা’—ভারতের সমৃদ্ধশালী সামরিক ঐতিহ্য, কৌশল, অভিযান ও বীরত্বপূর্ণ বিষয়বস্তু তৈরিতে উৎসাহিত করা হয়েছে।