বীরভূমের নলহাটিতে পাথরখাদানে ধ্বস নেমে কমপক্ষে ৬ খাদান শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও ৩ শ্রমিক। তাদের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, বাহাদুরপুর খাদানে পাথর তোলার জন্য বিস্ফোরণের পর হঠাৎ-ই আলগা হয়ে যাওয়া পাথর নীচের দিকে গড়াতে শুরু করে। সে সময় খাদানের ভেতরে ১২ জন শ্রমিক কাজ করছিলেন । সেখানেই চাপা পড়ে যান তারা। পুলিশ ও খাদান শ্রমিকরা মিলে গুরুতর আহত অবস্হায় তিনজনকে উদ্ধার করলেও বাকি শ্রমিকদের এখনও খোঁজ পাওয়া যায়নি। তল্লাশি চলছে।
Site Admin | September 12, 2025 8:28 PM
বীরভূমের নলহাটিতে পাথরখাদানে ধ্বস নেমে কমপক্ষে ৬ খাদান শ্রমিকের মৃত্যু হয়েছে
