মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 29, 2025 12:10 PM

printer

বিহার বিধানসভা ভোটের জন্য নির্বাচনী প্রচার তুঙ্গে। ছট উৎসব শেষ হবার পরই,  বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা আজ রাজ্য জুড়ে জনসভা, মিটিং মিছিল করবেন।

বিহার বিধানসভা ভোটের জন্য নির্বাচনী প্রচার তুঙ্গে। ছট উৎসব শেষ হবার পরই,  বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা আজ রাজ্য জুড়ে জনসভা, মিটিং মিছিল করবেন।
আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, প্রবীণ বিজেপি নেতা স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্‌, আজ দ্বারভাঙ্গা, সমস্তিপুর ও বেগুসরাইতে প্রচার সারবেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দ্বারভাঙ্গার হায়াঘাট এবং পাটনার বার-এ জনসভা করবেন। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও প্রচারে অংশ নেবেন।  

   অন্যদিকে, লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী আজ মুজফফরপুরের সারকা থেকে প্রচারাভিযান শুরু করবেন। মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব’ও একাধিক জনসভায় যোগ দেবেন।