বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় ও শেষ পর্যায়ের জন্য জমা পড়া মনোনয়ন পত্রগুলি গতকাল পরীক্ষা করে দেখা হয়। এই দফায় ১১ নভেম্বর রাজ্যের ২০ টি জেলার ১২২টি আসনে ভোট নেওয়া হবে। এই আসনগুলিতে ২ হাজার ৬০০জনেরও বেশি প্রার্থী মনোনয়ন দাখিল করেন।প্রার্থীপদ পরীক্ষার সময় পূর্ব চম্পারণ জেলার সুগাউলি আসনের বিকাশ শীল ইনসান পার্টি VIP প্রার্থীর মনোনয়ন , পদ্ধতিগত ত্রুটির জন্যে খারিজ হয়ে যায়। নাম প্রত্যাহারের শেষ দিন ২৩ অক্টোবর।
এদিকে প্রথম দফায় নিতিশ কুমার সরকারের ১৬ জন মন্ত্রী প্রতিদ্বন্দিতা করছেন। এদের মধ্যে ১১ জন বিজেপির এবং ৫ জন জনতা দল ইউনাইটেডের।
এই দফায় ১৮ টি জেলার ১২১ টি আসনে ভোট গ্রহণ ৬ ই নভেম্বর।
উল্লেখ্য, বিহারে দুটি পর্যায়ে ৬ ও ১১ নভেম্বর ভোট নেওয়া হবে।